About Us :-

Mr. Kunal Laha

Secretary

History :-

২০০২ সালে কোন এক শীতের বিকেলে প্রাচীন গ্রাম্য জনপথ বেগমপুরের মুকুটে যুক্ত হল এক নতুন পালক – “বেগমপুর সাইন্স সোসাইটি”। পান চাষ থেকে ঘোষবাড়ির দূর্গাপূজা, তাঁতের খটখট আওয়াজের সাথে জীর্ণকায়া সরস্বতীর ইতিহাস প্রসিদ্ধ এই গ্রাম বহুদিন ধরে শিল্প সাহিত্য সংস্কৃতি ও খেলাধূলার চারনক্ষেত্র। গোবর্ধন, আশ থেকে আশাপূর্ণা দেবী এরা সকলেই এই চারণক্ষেত্রের সজীব ফসল। তারই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজ থেকে ১৬ বছর আগে যে কয়েকটি ছেলের উদ্যোগে সেদিন সাইন্স সোসাইটি বেগমপুরের বুকে পথ চলা শুরু করেছিল তা আজ ফুলে ফলে পল্লবে কুসুমিত ও সজ্জিবীত।
বেগমপুরের সাধারন মানুষের মধ্যে বিশেষত ছাত্রসমাজের মধ্যে কুসংস্কারবিরোধী বিজ্ঞানচিন্তাকে প্রসারিত করার লক্ষে বেগমপুর সাইন্স সোসাইটির পথ চলা শুরু। অমৃতময়ী বালিকা বিদ্যালয়ে যুগ্ম আহ্বায়ক প্রয়াত দেবকুমার ঘোষ এবং মাননীয় কুনাল লাহা’ র উপস্থিতিতে আমাদের সোসাইটির প্রথম আত্মপ্রকাশ ঘটে। যদিও এর সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক কুনাল লাহার বাড়ির তিনতলার ঘরে। জনবিজ্ঞান আন্দোলনের আদর্শই ছিল এই সোসাইটি প্রতিষ্ঠার মূল প্রেরণা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অধীনে থেকে আমাদের সোসাইটি জন্মলগ্নের প্রথম বছর থেকেই বিজ্ঞান প্রদর্শনীর কর্মসূচী গ্রহন করে, যা আজ বহুমুখী বিজ্ঞান মেলা নামে অধিক পরিচিত বেগমপুর ও পার্শ্ববর্তী গ্রামের সাধারন মানুষের কাছে সমাদৃত। সোসাইটির প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষ থেকে বছরে একটি করে সাংস্কৃতিক প্রতিযোগীতার যে উদ্যোগ আমরা গ্রহন করি তা মানুষের সমর্থনে বর্তমানে হুগলী, বর্ধমান, নদীয়া থেকে শুরু করে উত্তর ও দক্ষিন ২৪ পরগনা জেলা পর্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও বিভিন্ন সাম্প্রতিক বিষয়ের উপর Seminar (যেমন শুক্রের ট্রানজিস্ট, জাতীয় বিজ্ঞান দিবস) ইত্যাদি আয়োজন সোসাইটির পক্ষ থেকে বছরের বিভিন্ন সময়ে করা হয়। সাধারন মানুষের স্বার্থে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা, নুন্যতম অর্থের বিনিময়ে চশমার ব্যবস্থা ইত্যাদি জনহিতকর কাজও আমাদের সংস্থা করে থাকে। বছরের বিভিন্ন সময়ে এলাকার মহিলাদের মধ্যে কমপয়সায় পুষ্টিকর রান্না, শিশু ও মায়ের শরীরকে সুস্থ রাখার উপায় ইত্যাদি প্রচারও আমাদের আগামী দিনে ভাল ভাল কাজ করার উৎসাহ প্রদান করে। আর্সেনিক দূষিত এলাকায় এ প্রসঙ্গে বিভিন্ন জনবিজ্ঞান আন্দোলনের সমাজসচেতন শীর্ষক বই প্রতিবছর কালীপূজার সময় বুকস্টলের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌছে দিই।
মানুষের মধ্যে জনচেতনা বারাবার উদ্দ্যেশে আমাদের সভ্যরা যেমন জনচেতনা জাগাবার কাজে অংশ নেয় ঠিক তেমনই গ্রামের মধ্যে জলস্তর নেমে গেলে অমরা প্রচারাভিজানের কাজ করে থাকি৷ বন্যা পীড়িত এলাকায় দূর্গত মানুষদের জন্য ত্রান পৌছে দেওয়ার মত কাজেও আমাদের সভ্যরা সবসময় সচেষ্ট থাকে। বৃক্ষরোপন উৎসব ও এলাকার স্কুলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ইকো ক্লাব তৈরী এগুলি আমাদের গুরুত্বপূর্ন কাজ বলে মনে করি। এছাড়াও আমাদের সংস্থা সদস্য ও সদস্যারা এলাকার ছাত্র ছাত্রীদের মধ্যে অবক্ষয়ী সমাজের অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রত্যেক বছর বিভিন্ন দিবস উৎযাপন করে যেমন -স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী, নেতাজী জয়ন্তী, ইত্যাদি সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানেরও আমরা আয়োজন করি। আমাদের সোসাইটির এই কর্মযঙ্গে আমাদের সর্বশেষ সংযোজন “রক্তদান শিবির” গত তিন বছর ধরে এই শিবির পরিচালনার ক্ষেত্রে বিগত দিনের কর্মসূচীগুলির মতোই সাফল্য পেয়ে আসছি। তবে প্রতি বছর শীতের বিকালে সোনালী রোদ্দুর মাখানো আমাদের বিজ্ঞান মেলাই আমাদের সোসাইটির সঞ্জীবনী সুধা যাকে সাফল্যমন্ডিত করে গড়ে তোলার জন্য এলাকার সাধারন মানুষ, প্রশাসন, বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র সকলের কাছেই আমরা কৃতজ্ঞ।
এই সকল কার্যাবলীর মধ্যে আমরা বেগমপুর গ্রামের রবীন্দ্রপ্ললিতে প্রথমেই গড়ে তুলি একটি বেড়ার ঘর। সেখান থেকে প্রথম ৬ বছর আমাদের সংগঠনিক কাজ চালানোর পর ২০০৮-২০০৯ সালে আমরা গড়ে তুলি “উন্মেষাগার” নামে একটি সোসাইটির কক্ষ।
আশা রাখি, আগামী দিন আমরা আর অনেক পথ এভাবেই পাড়ি দেব। আমাদের সদস্য-সদস্যারা নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে এই প্রতিশ্রুতি রুপায়নে সদা জাগ্রত ও সংকল্পবদ্ধ। আসুন আমাদের সকলের সহযোগীতা ও উপস্থিতির মধ্যে দিয়ে আগামী দিনে আমরা গড়ে তুলি একটি কুসংস্কারমক্ত ও বিজ্ঞানমনস্ক সার্থক জনসমাজ।

– কুণাল লাহা
(সম্পাদক)

Core Committee Members :-

Mr. Bishwajit Dutta

Technical Secretary

Mr. Saptarshi Mukherjee

Cultural Secretary

Our trustee Members :-

Mr. Sushovan Ghosal

Trustee

Mr. Haridas Kundu

Trustee

Mr. Ranadhir Ghosh

Trustee

Mr. Ranju Ghosh

Trustee

Mr. Manik Das

Trustee

Mr. Shyamal Dutta

Trustee

Society In-Charge :-

Mr. Mrinmoy Laha

Ambulance In Charge

Mr. Ankan Dutta

Book Bank In Charge

Mrs. Malancha Mukherjee Laha

Cultral Advisor

Begampur Science Society (Begampur Hattola Chakra) :-

Society General Member :-

Women :

Mrs. Spandita Kundu

Ms. Sunetra laha

Mrs. Seema Ghosh

Ms. jiniya Dutta

Mrs. Soma jadav

Mrs. Pinky Maji

Mrs. Moumita Patra(Das)

Ms. Piyali Das

Ms. Koyel Mondal

Ms. Anushka Das

Ms. Mou Garang

Ms. Nabanita Das

Men :

Mr. Nirmal Laha

Mr. Raju Dutta

Mr. Amit Das

Mr. Tanmoy Laha

Mr. Sneho Guin

Mr. Debjoti Pal

Mr. Sourav Shome

Mr. Bikram Pal

Mr. Debojyoti Karmakar

Mr. Promit kr. Das

Mr. Rajesh Das

Mr. Soumen Das

Mr. Indrajit Shit

Mr. Amar Nath

Mr. Sukhen Dey

Mr. Ayan Das

Mr. Soumajit Das

Mr. ronit koley

Mr. Rohit Mondal

Mr. Soumen Bhar

Mr. Swastik Mondal

Kids :

Ms. Sneha Kundu

Ms. Oisha Laha

Ms. Bhumika Bag

Mr. Ujan Laha

Scroll to Top
Begampur Science Society